ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, ভারতের সেরাম ইনস্টিটিউশন থেকে উৎপাদিক করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্টদের উদ্বেগের কোন কারণ নেই। ভারত সরকারের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
ভারতের গণমাধ্যমকে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে।
ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা আরো বলেন, ‘সেরাম-প্রধানের যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে, তা আমাদের নজরে এসেছে। এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সরকার-থেকে-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় বাংলাদেশের জনগণের জন্য টিকা পাঠানো হবে। এটি বাণিজ্যিক ব্যবস্থাপনার আওতায় হবে না।’
Leave a Reply