কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে ও তাদের তিন কন্যাসন্তান গুরুতর অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় মারা যাওয়া দম্পতি হেমেন্দ্র মালাকার (৫২) ও সঞ্চিতা মালাকার (৪৫) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামের বাসিন্দা।
এছাড়া পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় মৃত দম্পতির তিন কন্যাসন্তান সীমা মালাকার (১৮), তমা মালাকার (১৩) ও প্রেমা মালাকার (৫) বর্তমানে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি।
তাদের আত্মীয় সূত্রে জানা যায়, মৃগা ইউনিয়নের পূর্ব পাড়ার হেমেন্দ্র মালাকারের পরিবারের সকল সদস্য মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতের খাবার সময় পটকা মাছ রান্না করার তরকারি খেয়েছিল।
রাতের খাবার শেষে ঘুমোতে যাওয়ার পর তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়। মধ্যরাতে আনুমানিক দুইটার দিকে হেমেন্দ্র মালাকার বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
গত বুধবার (৬ জানুয়ারি) ভোর সকালে হেমেন্দ্র মালাকারের স্ত্রী সঞ্চিতা মালাকার এবং তিন মেয়ে সীমা, তমা ও প্রেমাকে আশঙ্কাজনক অবস্থায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে সঞ্চিতা মালাকার বিষক্রিয়ার মৃত্যুবরণ করেন।
এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের তিন কন্যার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিডি টোয়েন্টিফোর ভয়েজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply