কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলেরঘাট এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. জুয়েল মিয়া(২৬) জেলার ভৈরবের কালিপুর মধ্যপাড়ার মো. চাঁন মিয়ার ছেলে ও পরশ(২১) একই এলাকার নবী হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম পুলেরঘাট বাজার এলাকায় পরিচালনা করে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় সাথে জড়িত বলে স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply