কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে।
গত রবিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহমুদ পারভেজের পক্ষে প্রচার-প্রচারণা ও কর্মপরিকল্পনা নির্ধারণে আলোচনা সভা আয়োজন করে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মাহমুদ পারভেজ।
আলোচনা সভায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ বলেন, আগামী ১৬ জানুয়ারি নিশ্চিত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম শরিফ তার বক্তব্যে বলেন, নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দকে সক্রিয় কাজ করার আহ্বান জানান।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। আমাদের প্রিয় শহর দেশের অন্যান্য অঞ্চলের সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে তাই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থীকে বিজয়ের কোন বিকল্প নেই। সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন প্রভাষক শামীম আহমদ।
নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, শহর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ রাজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সভাপতি নূরুল হক খোকা, শহর শাখার সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ মুত্তাকী, জেলা শাখার নেতা সোহাগ ভূঁইয়া প্রমুখ।
Leave a Reply