কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে ১৭৬০ পিস ইয়াবাসহ মো. মামুন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অপারেশনাল টিম।
করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জালালাবাদ এলাকা থেকে তাকে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে আটক করা হয়।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জালালাবাদ এলাকায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে ১৭৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক হজার ৯শ’ টাকাসহ মাদক ব্যবসায়ী মো. মামুন মিয়াকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মো. মামুন মিয়া জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সতেরদ্রোন গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply